ঢাকা, শুক্রবার   ২৮ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ঈদে প্রচারিত হবে নাটক ‘ঝরা পাতার শব্দ’ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৫, ২৫ মার্চ ২০২৫ | আপডেট: ১৪:০০, ২৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

আসন্ন ঈদুল ফিতরে প্রচারিত হবে সেখান সেলিমের  রচনা ও পরিচালনায় ‘ঝরা পাতার শব্দ’ নাটকটি। জানা গেছে, ইউটিউব  চ্যানেলে ডিজিমেক্স টিভিতে প্রচারিত হবে। 

‘ঝরা পাতার শব্দ’ নাটকটিতে অভিনয় করেছেন  লোকশিল্পী শরাফত আলী মন্ডল, অদিতি রহমান জিদনী। এছাড়া  এই নাটকটিতে অভিনেতা শরাফত আলী মন্ডলের নিজের লেখা এবং সুর করা দুইটি  গানও ব্যবহৃত রয়েছে।

পরিচালক সেখান সেলিম বলেন, আমরা চেষ্টা করেছি এই নাটকের মাধ্যমে দর্শকদের  সুস্পষ্ট একটা মেসেজ দিতে। সন্তান সঠিকভাবে বেড়ে ওঠার জন্য মায়ের গুরুত্ব কতটুকু। তাছাড়া প্রেম  বিরহের  টানাপোড়েনে ঝরা পাতার সাথে মনের অনুভূতির সম্পর্কে কথা।আশা করি দর্শক নতুন কিছু দেখবে।

পরিচালক আরও বলেন, একটা ভালো গল্প ডিরেক্টর একা কখনও ফুটিয়ে তুলতে পারে না যদি তার টিমের লোকজন, আর্টিস্টদের সাপোর্ট না থাকে।’ এই দিকদিয়ে আমি খুব হ্যাপি।আমাদের টিমের লোকজন,আর্টিস্ট সবাই খুবই আন্তরিক। 

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি